#বাংলাদেশ_পুলিশ_এবং_কিছু_বাস্তবতা_♡💝 দয়া করে সম্পুর্ন পড়ে তারপর পুলিশ কে গালি দিন 06 নভেম্বর, ২০১৮ বিকাল ৫ঃ৩০ অনেকদিন থেকেই দেখছি কিছু হলেই পুলিশ কে গালি।লিখব লিখব করে লিখেই ফেললাম।একবার হলেও দেখে যান বাস্তবতা। এক ব্লগার ভাই কোন এক পোস্টে বলেছেন “আমরা চাই, এমন একটি সুসভ্য পুলিশ বাহিনী, যার উপর দেশের ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত, শহরের-গ্রামের সবাই আস্থা রাখতে পারবে, বিপদে নির্দিধায় যেতে পারবে পুলিশের কাছে। মানুষের জীবন হবে নিরাপদ। “ ভাই আপনার কাছে এটি প্রশ্ন, আমরা কি সুসভ্য জাতি? শুধুমাত্র সুসভ্য জাতি হলেই আমরা একটি সুসভ্য পুলিশ বাহিনী পাব।অনেকেই বলে ইউকে,আমেরিকার পুলিশ কত ভালো ,আমাদের পুলিশ সেরকম হয় না কেন? আরে ভাই ওইসব দেশের পাব্লিক কিরকম আর আমদের কিরকম? পুলিশে লোকজন তো আমাদের সমাজ থেকেই যায়,তারা তো আর বাইরের কোন দেশ থেকে আসে না? আমরা যেরকম ,আমদের পুলিশ ও সেরকম। সবাই শুধু একবাক্যে পুলিশের উপরে দোষ চাপিয়ে খালাস আর কিছু দেখার সময় নাই।আরে ভাই আমাদের দেশের পুলিশ চলে এখনও ১৮৬১ সালের পুলিশ এক্ট দিয়ে যা ব্রিটিশ রা বানিয়ে ছিল শুধু মাত্র তাদের সার্থ উদ্ধারের জন্য, মারপিট করে খা...