একটি অন্ধ প্রেমের কাহিনি
#গল্পটি পড়লে হয়তো,. মেয়েদের,কে,আর একটু চেনা,যাবে,....
এক অন্ধ মেয়ে ছিল.. তার অন্ধের
কারনে
নিজের প্রতি ঘৃণা হত.. তার
বয়ফ্রেন্ড
তাকে
খুব ভালবাসত.. একদিন তার
বয়ফ্রেন্ড
তাকে
বিয়ের কথা বলল,
মেয়েটি বলল,যেদিন আমি চোখের
আলো
ফিরে পাব সেদিন তোমায় বিয়ে
করব..
একদিন মেয়েটি ক্লিনিকে ভর্তি.
তারপর
তার চোখ অপারেশন করে নতুন চোখ
লাগানো হয়..
মেয়েটি চোখের আলো ফিরে পায়..
চোখ
খুলে তার
বয়ফ্রেন্ডকে দেখে তো সে
অবাক..তার
বয়ফ্রেন্ডও অন্ধ..
মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বিয়ের
করবে
না
বলে না করে দিল..বলল,তুমি একটা
চিটার,তুমিও অন্ধ আমাকে বল নাই
কেন?
নাকি তোমার
পিতামাতা লেলিয়ে
দিয়েছে.তোমার
মত এক অন্ধ ছেলেকে আমি বিয়ে করব
না..তুমি আগে থেকেই অন্ধ ছিলে
বললে
কি
হত?
কিছুদিন পর মেয়েটির
কাছে একটা চিঠি এল..
।।
জান,
এমন সময় আমি পৃথিবীতে নেই.. শুধু
আমার
চোখ
দুটো যত্নে রাখিও......সারাজীবন
credit: arfan ahmed
Comments
Post a Comment