Posts

Showing posts from January, 2019

একটি ব্যাথ্ প্রেমের গল্পো

Image
আমার জিবনের করুন এক ঘটনা আমার নাম সাওন বারি ঢাকা, কাচপুর, মদনপুর (দেওয়ানবাগ)ভা আমি তখন ক্লাস 6 এ পরতাম তখন থেকেই এক্তা মেয়ে আমায় পছন্দ করত কিন্তু কোনদিন সরাসরি বলেনাই আর আমি ও তাকে তখন প্রতিদিন দেখতাম আর একসময় তাকে আমার মনে লেগে জায় কিন্তু আমি জানতাম না যে সে আমার থেকে ১ক্লাস উপরে পরে সেটা কোন বেপার না আমরা সবসময় দেখা করতাম আমার নিজস্ব বারি এই এলাকায় না আর তার বারি এইখানেই তো সে প্রতিদিন তার বনের বারি আসত আর আমার সাথে তার দেখা হত আর এখানে মজার বিসয় হচ্ছে আমাদের মনের অনেক অনেক মিল ছিল (মিল) হচ্ছে তার কথা আমি মনে করলেই কোথা থেকে জেন সে আমার সামনে আসে জেত এইটা একমাত্র আল্লাহই জানে হয়তোবা আল্লাহ নিজেই তাকে আমার কাছে নিয়ে আসত আর তাকে দেখলে কেন জানি আমার মনের ভিতরে ধুপধাপ ধুপধাপ করে উঠত  সে আমার থেকে বর কিন্তু আমায় সে কিছুই বলেনাই আর এইটা নিয়ে আমরা ভাবতাম না সে আমায় দেখে মুচকি মুচকি  হাসত আমি ও তাকে দেখতাম আর অবাক ভাবে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যে এক্তা মেয়েও ছেলে কে ভালবাসতে পারে আর সে আমায় অনেক ভাল বাসত তো ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারী সে আমায় প্রপছ করে আমাদের প্রপছ টা ছিল একেবা...

একটি অন্ধ প্রেমের কাহিনি

Image
#গল্পটি পড়লে হয়তো,. মেয়েদের,কে,আর একটু চেনা,যাবে,.... এক অন্ধ মেয়ে ছিল.. তার অন্ধের কারনে নিজের প্রতি ঘৃণা হত.. তার বয়ফ্রেন্ড তাকে খুব ভালবাসত.. একদিন তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের কথা বলল, মেয়েটি বলল,যেদিন আমি চোখের আলো ফিরে পাব সেদিন তোমায় বিয়ে করব.. একদিন মেয়েটি ক্লিনিকে ভর্তি. তারপর তার চোখ অপারেশন করে নতুন চোখ লাগানো হয়.. মেয়েটি চোখের আলো ফিরে পায়.. চোখ খুলে তার বয়ফ্রেন্ডকে দেখে তো সে অবাক..তার বয়ফ্রেন্ডও অন্ধ.. মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বিয়ের করবে না বলে না করে দিল..বলল,তুমি একটা চিটার,তুমিও অন্ধ আমাকে বল নাই কেন? নাকি তোমার পিতামাতা লেলিয়ে দিয়েছে.তোমার মত এক অন্ধ ছেলেকে আমি বিয়ে করব না..তুমি আগে থেকেই অন্ধ ছিলে বললে কি হত? কিছুদিন পর মেয়েটির কাছে একটা চিঠি এল.. ।। জান, এমন সময় আমি পৃথিবীতে নেই.. শুধু আমার চোখ দুটো যত্নে রাখিও......সারাজীবন credit: arfan ahmed